দক্ষিণ সুরমায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক


মার্চ ০৫, ২০২১
০২:৪১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৫, ২০২১
০২:৪১ পূর্বাহ্ন



দক্ষিণ সুরমায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় সিলেট মহানগর পুলিশ। 

জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমা ভার্থখলা স্টেশন রোডস্থ মেসার্স তৌকির সু-স্টোরে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, দক্ষিণ সুরমা বরইকান্দি এলাকার মৃত সুফিয়ান মিয়ার ছেলে ফয়সল আহমদ এবং ভার্থখলা এলাকার মনির উদ্দিনের ছেলে তৌকির আহমদ। এসময় তাদের কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।

বিএ-০৫