খাদিমে নাঈম হত্যা, প্রধান আসামি রাব্বি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


মার্চ ০৪, ২০২১
১০:৪৫ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৪, ২০২১
১০:৫০ অপরাহ্ন



খাদিমে নাঈম হত্যা, প্রধান আসামি রাব্বি গ্রেপ্তার

সিলেট শহরতলীর খাদিম এলাকার নাঈম হত্যা মামলায় প্রধান আসামি রাব্বিকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৩ মার্চ) রাতে শাহপরান থানা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে নগরের মদিনা মার্কেট এলাকা থেকে রাব্বিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত রাব্বি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার দুরলব দিঘী গ্রামের বাবুল মিয়ার ছেলে। বর্তমানে রাব্বি খাদিম বিআইডিসি এলাকাস্থ শান্তিবাগে বসবাস করে আসছিল।

এদিকে নাঈম আহমদকে হত্যার বিষয়টি উঠে আসে একটি আইফোন বিক্রির টাকা ভাগাভাগির সময়। নাঈমের মোবাইল ফোনের কল লিস্ট ও হত্যাকাণ্ড সংঘটিত হওয়া এলাকার সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্ত করে রহস্য উদঘাটন করে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। নাঈম হত্যা মামলায় পুলিশ রাব্বিসহ এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশের তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে, রাব্বিকে প্রাথমিকভাবে থানায় নাঈম হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদি হত্যাকাণ্ডের সার্বিক বিষয়ে সে পুলিশকে তথ্য দেয় তাহলে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। আর তথ্য দিতে অপারগতা প্রকাশ করলে তাকে আদালতে হাজির করে ৭দিনের রিমান্ডের আবেদন করা হবে।  

শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নাঈম হত্যা মামলার প্রধান আসামী রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

বি এন-০৬