সিলেট মিরর ডেস্ক
মার্চ ০৪, ২০২১
০৮:০৮ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৪, ২০২১
০৮:২৬ পূর্বাহ্ন
চৌহাট্টায় মাইক্রোবাসের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের হামলার পর সমঝোতা বৈঠকে নেওয়া সিদ্ধান্ত এখনও বাস্তবায়ন হয়নি বলে জানিয়েছেন সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতারা।
আগামী ১০ দিনের মধ্যে তিন দফা দাবি না মানলে আগামী ১৪ মার্চ ভোর ৬টা থেকে সিলেট জেলার পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করবেন বলে আল্টিমেটাম দিয়েছেন তারা।
বুধবার সিলেট মহানগর পুলিশ কমিশনার বরাবর দেওয়া স্মারকলিপিতে তারা এই আলটিমেটাম দেন। পরিবহন শ্রমিকদের ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে, শ্রমিক ও নেতৃবৃন্দের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দায়ের করা মামলা প্রত্যাহার, ভাঙচুরকৃত গাড়ির ক্ষতিপূরণ প্রদান ও আটককৃত গাড়ি ফেরত দেওয়া এবং গাড়ি রাখার জন্য স্ট্যান্ডের ব্যবস্থা করা।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ময়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মুহিম পুলিশ কমিশনারের কাছে পরিবহন শ্রমিকদের পক্ষে এ স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে বলা হয়- চৌহাট্টার ঘটনার প্রেক্ষিতে মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকন মিয়া, সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন, বন্দরবাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি আতিক মিয়া ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুলের আহ্বানে গত ২১ শে ফেব্রুয়ারি রাতে সিটি করপোরেশনে বৈঠক হয়। ওই বৈঠকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ কাউন্সিলররা, মালিক শ্রমিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বৈঠকে দীর্ঘ আলোচনার পর ১৭ই ফেব্রুয়ারি সৃষ্ট ঘটনায় ভাঙচুরকৃত গাড়িসমূহের ক্ষতিপূরণ প্রদান, আটককৃত গাড়ি ফেরত ও মামলা প্রত্যাহার করতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু এখনও সিলেট সিটি করপোরেশন থেকে এ ব্যাপারে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।’
স্মারকলিপিতে তারা বলেন, ‘গত মঙ্গলবার বিকেলে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে সিলেট জেলার ৬টি রেজিস্ট্রার্ড সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সৃষ্ট ঘটনার প্রেক্ষিতে সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় প্রতিবাদ সভায় নিন্দা জানানো হয়। একই সঙ্গে ৩ দফা দাবিতে আলটিমেটামসহ কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করা হয়।’
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশ কমিশনারের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।
আরসি-০৪