ওসমানীনগর প্রতিনিধি
মার্চ ০৪, ২০২১
০৩:২২ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৪, ২০২১
০৩:২২ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে ভারতীয় বিড়িসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বুধবার (৩ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন- উপজেলার নগরীকাপন গ্রামের মৃত সিদ্দেক আলীর পুত্র আয়াছ আলী (৪০) ও নবীগঞ্জ উপজেলার ঢারারপাড় গ্রামের মৃত কালাম উদ্দিনের পুত্র মজনু মিয়া (২৭)।
জানা যায়, গতকাল মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যায় সিলেট-শেরপুর সড়কে চলাচলকারী একটি মিনিবাস থেকে গোয়ালাবাজারে বিড়ি নামানো হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। বাস থেকে ৪ জন ব্যক্তি দু'টি বস্তায় করে বিড়ি নামানোর সময় পুলিশ অভিযান পরিচালনা করলে ২ জন অজ্ঞাত বিড়ি বহনকারী পালিয়ে যায় এবং ২ জনকে পুলিশ আটক করে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
ইউডি/আরআর-১২