ওসমানীনগর প্রতিনিধি
মার্চ ০৪, ২০২১
০৩:২০ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৪, ২০২১
০৩:২০ পূর্বাহ্ন
শাওন দেব
সিলেটের ওসমানীনগরে পানিতে ডুবে এক শিশুর মত্যু হয়েছে। তার নাম শাওন দেব (২)। সে গোয়ালাবাজার ইউনিয়নের ভুধরপুর গ্রামের সুমন দেবের একমাত্র ছেলে।
জানা যায়, বুধবার (৩ মার্চ) সকাল ১১টার দিকে শাওন দেব বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। একপর্যায়ে দুপুর ১২টার দিকে বাড়ির পাশের পুকুরে তার ভাসমান লাশ দেখতে পাওয়া যায়। পরবর্তীতে শাওনকে সিলেট নর্থইস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার বিকেলে শাওনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এ ঘটনায় তার পরিবারে শোকের মাতম চলছে।
ইউডি/আরআর-১১