বিয়ানীবাজার প্রতিনিধি
মার্চ ০৪, ২০২১
০১:৪৭ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৪, ২০২১
০১:৪৭ পূর্বাহ্ন
সিলেটের বিয়ানীবাজার পৌরশহরে বিভিন্ন অপরাধের দায়ে ফার্মেসিসহ চার প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৩ মার্চ) বিকেলে নিমতলা ও হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর।
মুশফিকীন নূর জানান, ট্রেড লাইসেন্স না থাকা, অনুমোদনহীন পণ্য ও ওষুধ বিক্রি, ওষুধ সংরক্ষণে অব্যবস্থাপনা ও মেয়াদ উত্তীর্ন ওষুধ রেখে বিক্রি করার অপরাধে তিনি ফার্মেসিসহ চার প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অনুমোদনহীন পণয় ও ওষুধ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক কামরুল ইসলাম ও বিয়ানীবাজার থানার এসআই রোমেন আহমদসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
এসএ/আরআর-০৪