ওসমানীনগর প্রতিনিধি
মার্চ ০৪, ২০২১
০১:৪২ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৪, ২০২১
০১:৪২ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্রসমূহের সম্মুখে কুশিয়ারা নদীর উভয়তীরের প্রতিরক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের ব্লক তৈরির কাজ পরিদর্শনে এসে অনিয়ম পেয়েছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ। পরিদর্শনকালে তিনি শ্রমিকের সাহায্যে একটি ব্লক ভেঙে নিম্নমানের বালু-পাথর ব্যবহারসহ ব্লকে বালুর পরিমাণ বেশি দেখতে পেয়ে অসন্তোষ প্রকাশ করেন।
আজ বুধবার (৩ মার্চ) দুপুরে আকস্মিক ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নের তাজপুরে ঠিকাদারি প্রতিষ্ঠান নেশনটেক কমিউনিকেশনস লিমিটেডের ব্লক তৈরির কাজ পরিদর্শন করতে যান সাংসদ।
পরিদর্শনকালে সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ বলেন, 'এই প্রকল্পটির কাজ আমার সংসদীয় এলাকা ঘিরে। প্রধানমন্ত্রী নদীভাঙনরোধসহ একাধিক নদীর উন্নয়নে প্রায় ৬০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। পত্রিকায় প্রকাশিত অনিয়মের সংবাদ দেখেই ব্লক তৈরির কাজ দেখতে এলাম। কাজের মান খুব খারাপ হচ্ছে। একটি ব্লক ভেঙে দেখেছি। ব্লক তৈরিতে নিম্নমানের বালু-পাথর ব্যবহার করা হচ্ছে এবং বালুর পরিমাণ বেশি। এসব ব্লক স্থাপন করা হলে বেশিদিন টিকবে না।'
পরিদর্শনকালে সাংসদের সঙ্গে ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল হক চৌধুরী সেলিম ও নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। তারাও কাজের মান ভালো নয় বলে সাংবাদিকদের জানান।
প্রসঙ্গত, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের অধীনে শেরপুরে কুশিয়ারা নদীর তীরে অবস্থিত বিবিয়ানা পাওয়ার প্লান্টকে নদীভাঙন থেকে রক্ষাসহ একাধিক নদীর উন্নয়নে ৫৭৩ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এর মধ্যে রয়েছে ৭.৪ কিলোমিটার নদীতীর প্রতিরক্ষা, ১৭৬ কিলোমিটার নদী ড্র্রেজিং, ২.৬ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ এবং ১৯টি ব্রিজের ফাউন্ডেশনে ট্রিটমেন্ট কার্যক্রম। গত বছরের ডিসেম্বরে কুশিয়ারা নদীর ভাঙনরোধে সিলেটের ওসমানীনগর অংশে ব্লক স্থাপনের কাজ শুরু হয়। প্রকল্পগুলোর মধ্যে প্রায় ২৫ কোটি টাকা মূল্যে ব্লক স্থাপনের কাজ করছে আরএফএল গ্রুপের ঠিকাদারি প্রতিষ্ঠান আরপিএল-আরইজেভি-প্রাণ এবং প্রায় ২৭ কোটি টাকার কাজ করছে নেশনটেক কমিউনিকেশনস লিমিটেড। এই দুই প্রতিষ্ঠান ৫টি প্যাকেজে শতকোটি টাকার কাজ বাস্তবায়ন করছে। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মাটিযুক্ত নিম্নমানের বালু-পাথর ব্যবহারসহ ব্লক তৈরির মিশ্রণে সিমেন্টের চেয়ে বালু-পাথর বেশি ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ অনিয়ম নিয়ে ‘ওসমানীনগরে ব্লক তৈরিতে ব্যাপক অনিয়ম’ শিরোনামে একটি সংবাদ গতকাল মঙ্গলবার (২ মার্চ) সিলেট মিরর পত্রিকায় প্রকাশিত হয়।
ইউডি/আরআর-০৩