জকিগঞ্জ প্রতিনিধি
মার্চ ০৪, ২০২১
০১:২৫ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৪, ২০২১
০১:২৫ পূর্বাহ্ন
সিলেটের জকিগঞ্জে একটি মসজিদের দানবাক্স ভেঙে বার বার টাকা চুরির ঘটনা ঘটছে। এ ঘটনায় এলাকার লোকজনের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
জানা গেছে, উপজেলার বারঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দি গ্রামের ইংল্যান্ডের নিউক্যাসেল প্রবাসী সৈয়দ মানিক মিয়ার অর্থায়নে নির্মাণ করা হয় শাহজালাল জামে মসজিদ। মসজিদ নির্মাণের পর উন্নয়ন কাজের জন্য জকিগঞ্জ-সিলেট সড়কের পাশে পাকা একটি দানবাক্স বসানো ছিল। বেশ কয়েকদিন জকিগঞ্জে ঘটছে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনাথেকে অজ্ঞাতরা দানবাক্সটি ভেঙে টাকা চুরি করে। চলতি সপ্তাহে আবার দানবাক্সটি ভেঙে টাকা নিয়ে গেছে অজ্ঞাতরা। এ ঘটনার পেছনে নেশাগ্রস্ত ও জুয়াড়িরা জড়িত থাকতে পারে বলে অনেকের ধারণা।
মসজিদের মোতাওয়াল্লী মুক্তিযোদ্ধা হোসেন আলী জানান, চলতি সপ্তাহসহ ইতোপূর্বে বেশ কয়েকবার মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাউকে চিহ্নিত করতে না পারায় থানায় কোনো অভিযোগ করেননি তারা।
তিনি দাবি করেন, প্রায় রাতে এলাকায় নেশাগ্রস্ত ও জুয়াড়ি লোকজনের আনাগোনা দেখা যায়। এ কারণে ধারণা করা হচ্ছে হয়তো তারাই এ ঘটনার পেছনে থাকতে পারে।
ওএফ/আরআর-০১