গোলাপগঞ্জে ‘বঙ্গবন্ধু ম্যারাথন’ সম্পন্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি


মার্চ ০৩, ২০২১
১০:৪২ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৩, ২০২১
১০:৪২ অপরাহ্ন



গোলাপগঞ্জে ‘বঙ্গবন্ধু ম্যারাথন’ সম্পন্ন

সিলেটের গোলাপগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩ মার্চ) উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও  সেনাবাহিনীর সিলেট অঞ্চলের ১৭ পদাতিক ডিভিশনের পরিচালনায় পাঁচ কিলোমিটার বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন প্রতিযোগিতা গোলাপগঞ্জ চৌমুহনী থেকে শুরু হয়ে  গোলাপগঞ্জ প্রেসক্লাবে এসে শেষ হয়। 

সকাল ৮টায় গোলাপগঞ্জ চৌমুহনী থেকে দীর্ঘ পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার শুরু হয়। এতে উপজেলার সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ স্বতস্ফূর্ত অংশ গ্রহণ করেন। 

শত শত মানুষ গন্তব্য গোলাপগঞ্জ প্রেসক্লাব অভিমুখে যাত্রা করেন। পথে পথে অনেকে এসে ম্যারাথন দৌড় প্রতিযোগতায় মিশে যান। 

আবার অনেকে সড়কের পাশে দাড়িয়ে উৎসাহ প্রদান করেন। দীর্ঘ পথে অনেকেই প্রথমে ভীত ও পিছিয়ে যাওয়ার আশংকা করেছিলেন প্রথমে। 

তবে বিপুল উৎসাহ উদ্দীপনায় সকলে শেষ লাইন অতিক্রম করেন। 

ম্যারাথনে অংশ গ্রহণ করেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ  চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির, সেনাবাহিনীর ক্যাপ্টেন আল ইমরান খান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, সমবায় কর্মকর্তা জামাল মিয়া, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপত এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুর, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পারভেজ তালুকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি আরিফ চৌধুরী কফি, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহফুজুর রহমান কাশেমী, ফুলবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির মিয়া, গোলাপগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুর, সহসাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, সিনিয়র সাংবাদিক আব্দুল আহাদ, মাহফুর আহমদ চৌধুরী, হাজী জছির আলী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদ্দিন, আওয়ামীলীগ নেতা কামাল আহমদ, সাবেক ছাত্রনেতা হোসেন আহমদ, শাহরিয়ার লস্কর শিপু, জুয়েল আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সদস্য ফারহান মাসুদ আফছর, সাংবাদিক হোসেন আহমদ, মেহদী হাসান, সাইদুল ইসলাম মাহের প্রমুখ।

পরে গোলাপগঞ্জ প্রেসক্লাবে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ  চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির, সেনাবাহিনীর ক্যাপ্টেন আল ইমরান খান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, উপজেলা মহলিা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা। 

সভায় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা। 

বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মধ্যে এখন উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এই ম্যারাথনের মাধ্যমে আমরা বিশ্ব রেকর্ড সৃষ্টি করবো এবং বঙ্গন্ধুর আদর্শ সর্বস্তরে ছড়িয়ে দিব । 

বক্তারা এই ম্যারাথনের আয়োজক বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন ফুলসাইন্দ হাফিজিয়া মাদরাসার সুপার মাওলানা আব্দুল গফুর। 

এফ এম/বি এন-০৬