সিলেট মিরর ডেস্ক
মার্চ ০৩, ২০২১
১০:৩৫ অপরাহ্ন
আপডেট : মার্চ ০৪, ২০২১
০১:২০ পূর্বাহ্ন
পারিবারিক কলহের জেরে সিলেটের গোলাপগঞ্জে স্বামীর উপর্যুপরি ছুরিকাঘাতে লাকি বেগম (২৩) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী দানা মিয়াকে (৩৪) ছুরিসহ আটক করেছে পুলিশ। দানা মিয়া উপজেলার কান্দিগাঁও-এর সুনা মিয়ার ছেলে।
আজ বুধবার (৩ মার্চ) দুপুরে উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ কান্দিগাঁও গ্রামে ঘটনাটি ঘটে।
ঘটনার পর ছুরিসহ দানা মিয়াকে আটক করেছে থানাপুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের কিছুদিন পর থেকেই দানা ও লাকির মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এরই মাঝে তারা দু সন্তানের জন্ম হয়। বর্তমানে তাদের ৫ বছরের এক মেয়ে ও ৩ বছরে এক ছেলেসন্তান রয়েছে। বুধবার পারিবারিক কলহের জের ধরে ঝগড়ার এক পর্যায়ে দুপুর ১টার দিকে দানা মিয়া ধারালো ছুরি দিয়ে স্ত্রী লাকিকে উপর্যপুরি আঘাত করতে থাকেন। এতে ঘটনাস্থলেই লাকি মারা যান। পরে বাড়ি থেকে ছুরিসহ দানা মিয়াকে আটক ও লাশ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী। তিনি বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে দানা মিয়া ধারালো ছুরি দিয়ে আঘাত করে করে স্ত্রীকে খুন করেন। তাকে ছুরিসহ আটক করা হয়েছে এবং স্ত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।’
এএফ/০১