বিয়ানীবাজারে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিয়ানীবাজার প্রতিনিধি


মার্চ ০৩, ২০২১
০৯:৩৯ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৩, ২০২১
০৯:৪৩ অপরাহ্ন



বিয়ানীবাজারে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ও বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শতবর্ষ শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ মার্চ ) উপজেলা চত্বর থেকে সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে পণ্ডিৎপাড়া, নয়াবাজার পল্লীবিদ্যুৎ ঘুরে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

ম্যারাথন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, পৌর মেয়র আব্দুস শুকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর, সেনা কর্মকর্তা মেজর আহমাদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোয়াজ্জেম আলী খান চৌধুরী, ভাইস চেয়ারম্যান জামাল হোসেন ও রোকসানা লিমা, সহকারি কমিশনার মুশফিকুন নূর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ কলা, পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, বিয়ানীবাজার সরকারি কলেজের বিএনসিসি ও রোভার স্কাউটসহ আরো অনেকে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো। মহান নেতা আমাদের জাতির পিতার জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বিয়ানীবাজারে প্রথমবারের মতো ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এ দিনটি এ অঞ্চলের জন্য ইতিহাসের অংশ হয়ে থাকবে।

পৌর মেয়র আব্দুস শুক্কর বলেন, ম্যারাথন আয়োজনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী বিয়ানীবাজারের ইতিহাসের স্মরণীয় একটি দিনের অংশ হয়ে থাকলো। একই সাথে উপজেলা প্রশাসন এবং আমরা যারা এ আয়োজনে যুক্ত হয়েছি সবাই এর অংশ হয়ে থাকবো।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর বলেন, স্বল্প সময়ের মধ্যে আমরা এ আয়োজনে সম্পৃক্ত হয়েছি তারপর উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের ব্যাপক সাড়া পাওয়া ম্যারাথনটি সফলতা পেয়েছে। আশাকরি আগামীতে সবার অংশ গ্রহণে সকল আয়োজন এভাবেই সফল হবে।

এস এ/বি এন-০১