ওসমানীনগর প্রতিনিধি
মার্চ ০৩, ২০২১
০১:৪১ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৩, ২০২১
০১:৫১ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে জাতীয় ভোটার দিবস উপললক্ষে তরুণ ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করেছে উপজেলা নির্বাচন অফিস। মঙ্গলবার (২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সামনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার। এ সময় ২০১৯ সালে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া তাজপুর ইউনিয়নের তরুণদের মধ্যে ৩০০ স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আবদাল মিয়া ও গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েস দুলাল প্রমুখ।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ওসমানীনগরে ১ লাখ ৪৬ হাজার ৯৬৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও নতুন ভোটারদের জন্য ১০ হাজার ৪৪৯টি স্মার্ট কার্ড পাওয়া গেছে।
ইউডি/আরআর-০৬