গান-কবিতা-নৃত্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মাস বরণ

নিজস্ব প্রতিবেদক


মার্চ ০২, ২০২১
০৪:৩৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০২, ২০২১
০৪:৩৫ পূর্বাহ্ন



গান-কবিতা-নৃত্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মাস বরণ

গান-কবিতা-নৃত্যে সাংস্কৃতিক সমাবেশের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মাসকে বরণ করে নিয়েছে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট। মহান স্বাধীনতার চেতনা ও মূল্যবোধকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (১ মার্চ) বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, চেতনা ও মননের মুক্ত বুদ্ধিতেই স্বাধীনতার স্বার্থকতা রয়েছে। নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস ও অর্জনকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যেতে হবে। হাজার বছরের শ্রেষ্ট বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে আজ বাংলাদেশ দৃঢ় প্রত্যয়ে বীরের মতো এগিয়ে যাচ্ছে।

সংক্ষিপ্ত আলোচনা পর্বে সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, ভারতীয় হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জায়সওয়াল।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্য, সম্মিলিত নাট্য পরিষদের প্রাক্তন প্রধান পরিচালক বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারিস্টার মো. আরশ আলী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, প্রাক্তন সভাপতি নিরঞ্জন দে, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি স্বর্ণলতা রায় প্রমুখ।

সমবেত সঙ্গীতে নেতৃত্ব দেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী হিমাংশু বিশ্বাস, রানা কুমার সিন্হা, প্রতীক এন্দ টনি, অনিমেষ বিজয় চৌধুরী। নৃত্য পরিচালনা করেন নিলাঞ্জনা যুঁই, বিপুল শর্ম্মা ও আবৃত্তি পরিচালনা করেন সুকান্ত গুপ্ত।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে নৃত্যশৈলী সিলেট, ছন্দ নৃত্যালয় সিলেট, সমবেত আবৃত্তি পরিবেশন করে শ্রুতি সিলেট। সিলেটের স্বনামধন্য শিল্পীদের নেতৃত্বে সমবেত সঙ্গীত পরিবেশন করা হয়। 

জাতীয় সঙ্গীত সমবেত কণ্ঠে পরিবেশনার মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী মাস বরণে সাংস্কৃতিক সমাবেশ সম্পন্ন হয়।

এরসি/বিএ-২১