নিজস্ব প্রতিবেদক
মার্চ ০২, ২০২১
০২:২৩ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০২, ২০২১
০২:২৩ পূর্বাহ্ন
পাকিস্তান সুপার লীগের করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স এর টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচ চলাকালীন টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৮ ফ্রেব্রুয়ারি) রাত ১২টার দিকে দক্ষিণ সুরমা মোমিনখলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার (১ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলা নেক্সার মিয়ার দোকানে অভিযান পরিচালনা করে পাকিস্তান সুপার লীগের করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স এর টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচ চলাকালীন টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রুবেল আহমদ (২৬), সোহাগ শেখ (৩৯), মো. আলমঙ্গীর (৩৫), রফিক আহমদ (২৭), মো. আবুল হাসান (২৪), মো. ইমাম হোসেন (২০), রিপন মালাকার (২৯), জামাল মিয়া (৩০), কবির আহমদ (৩০), জগলু আহমদ জুয়েল (৩২), রুবেল আহমদ (২৪), শাহজাহান মিয়া (২৮), মিসবাউর রহমান (৩০), আলমঙ্গীর আহমদ (২০), ও লিমন আহমদ (২৬)। এদের মধ্যে প্রায় সবাই বর্তমানে দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলা এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, নেক্সার মিয়ার দোকানে পাকিস্তান সুপার লিগের ম্যাচ চলাকালীন সময়ে টাকার বিনিময়ে খেলার ফলাফল ও বলপ্রতি ছয়-চার এবং উইকেট পতনের আগাম ঘোষণা দিয়ে ন্যুনতম ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাজি ধরা হয়। গ্রেপ্তারের সময় জুয়া খেলায় ব্যবহৃত টিভি ও টাকা উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরাসহ পলাতক একজনের বিরুদ্ধে সোমবার প্রকাশ্য জুয়া আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এনএইচ/বিএ-১৬