গোলাপগঞ্জের প্রতিটি ইউনিয়নে হবে 'বঙ্গবন্ধু ম্যারাথন'

গোলাপগঞ্জ প্রতিনিধি


মার্চ ০২, ২০২১
০২:০৯ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০২, ২০২১
০২:০৯ পূর্বাহ্ন



গোলাপগঞ্জের প্রতিটি ইউনিয়নে হবে 'বঙ্গবন্ধু ম্যারাথন'

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় 'বঙ্গবন্ধু ম্যারাথন' নামক দৌড় প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে আগামী বুধবার (৩ মার্চ)। ওইদিন সকাল ৮টায় গোলাপগঞ্জ চৌমুহনী থেকে শুরু হয়ে ৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা গোলাপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে গিয়ে শেষ হবে।

এছাড়া ৪ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত উপজেলার প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের উদ্যোগে 'বঙ্গবন্ধু ম্যারাথন' অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অধীনে এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হচ্ছে।

এ উপলক্ষে সোমবার (১ মার্চ) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় চাকরিজীবী, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সকল শ্রেণি-পেশার জনসাধারণকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, মেজর আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, প্রকৌশলী মাহমুদুল হাছান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, সমবায় কর্মকর্তা জামাল মিয়া, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান মস্তাক আহমদ, শরীফগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এম এ মুমিত হীরা, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহফুজুর রহমান কাশেমী, উপজেলা আওয়ামী লীগ নেতা নাজিমুল হক লস্কর, সিনিয়র সাংবাদিক আব্দুল আহাদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর প্রমুখ।

 

এফএম/আরআর-০৭