নিজস্ব প্রতিবেদক
মার্চ ০২, ২০২১
০১:৫৩ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০২, ২০২১
০১:৫৭ পূর্বাহ্ন
লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর তদন্ত ও বিচার, মৃত্যুর ঘটনার প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার ৮ জনের মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট।
আজ সোমবার (১ মার্চ) বিকেল সাড়ে চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদিয়া নওশীন তাসনিমের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. নাবিল এইচ, ছাত্র ফ্রন্ট শাবিপ্রবি শাখার সভাপতি তৌহিদুজ্জামান জুয়েল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট মহানগরের আহ্বায়ক সঞ্জয় শর্মা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার স্বৈরতান্ত্রিক কায়দায় মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করেছে। শুধুমাত্র নিজের মত প্রকাশের কারণে কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু হয়েছে। তিনি বার বার জামিন আবেদন করেও জামিন পাননি। কিন্তু যারা দুর্নীতি, লুটপাট, মানুষ হত্যাসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত তারা জামিন পেয়ে দেশ ছেড়ে পালাচ্ছে। একদিকে সরকার যেমন ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মানুষকে মত প্রকাশের জন্য গ্রেপ্তার করছে অন্যদিকে রাজপথে মিছিল সমাবেশে পুলিশ দিয়ে হামলা চালাচ্ছে।
তারা বলেন, লেখক মুশতাকের মৃত্যুর বিচার করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনটি বাতিল করতে হবে। সর্বশেষ সাতজন ছাত্র নেতা ও একজন শ্রমিক নেতাসহ গ্রেপ্তার আটজন রাজবন্দিকে বিনা শর্তে মুক্তি দিতে হবে। না হলে আগামীতে সর্বস্থরের ছাত্র-জনতাকে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
বিএ-১৩