বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কানাইঘাটে হবে ম্যারাথন

কানাইঘাট প্রতিনিধি


মার্চ ০২, ২০২১
০১:২৮ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০২, ২০২১
০১:২৮ পূর্বাহ্ন



বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কানাইঘাটে হবে ম্যারাথন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আগামী ৪ মার্চ কানাইঘাটে ম্যারাথন (দৌড়) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা সোমবার (১ মার্চ) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় কানাইঘাটে আগামী ৪ মার্চ অনুষ্ঠিতব্য ম্যারাথন উৎসবমুখর পরিবেশে সফলের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী ৪ মার্চ সকাল ৮টায় উপজেলা প্রশাসন চত্বরে সবাইকে জমায়েত হয়ে সেখান থেকে নির্ধারিত ৫ কিলোমিটার পর্যন্ত ম্যারাথনে অংশগ্রহণ করতে হবে। ম্যারাথনে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সুধীজন, পেশাজীবী, ছাত্র, শিক্ষকদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। যারা ম্যারাথনে অংশগ্রহণ করবেন তাদেরকে ঢাকা ম্যারাথন ডটকম বিডি লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টের সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মারুফ, কানাইঘাট সরকারি কলেজের উপাধ্যক্ষ লোকমান হোসেন, উপজেলার নারী ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, থানার ওসি মো. তাজুল ইসলাম পিপিএম, আনসার-ভিডিপি কর্মকর্তা মাজহারুল ইসলাম, বানীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ আহমদ, দীঘিরপার ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন কাজল, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মামুন আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার দাস, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা।

 

এমআর/আরআর-০৪