৭ মার্চ উপলক্ষে কোম্পানীগঞ্জে নানা কর্মসূচি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


মার্চ ০২, ২০২১
০১:১৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০২, ২০২১
০১:১৫ পূর্বাহ্ন



৭ মার্চ উপলক্ষে কোম্পানীগঞ্জে নানা কর্মসূচি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ সোমবার (১ মার্চ) কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ এরশাদ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ জামাল উদ্দিন, মো. বাবুল মিয়া, রকন উদ্দিন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. বদিউজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান রাসেল, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল হক, আইসিটি কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসান, নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম, সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দে, মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা, ভাটরাই উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম (ঠান্ডা), টুকের বাজার স্কুল ও কলেজের অধ্যক্ষ গোলাম নবী, সিলেটের ডাক'র প্রতিনিধি আবিদুর রহমান, সিলেট মিরর'র প্রতিনিধি কবির আহমদ প্রমুখ।

আগামী ৭ মার্চ সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধু ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় উপজেলার সকল মসজিদ ও মন্দিরে দোয়া, ৭ মার্চের ভাষন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে প্রস্তুতিমূলক সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

এমকে/আরআর-০৩