সিলেটে টিকা নিলেন আরও ৫ হাজার ৩২ জন

নিজস্ব প্রতিবেদক


মার্চ ০১, ২০২১
০৩:১৪ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০১, ২০২১
০৩:১৪ পূর্বাহ্ন



সিলেটে টিকা নিলেন আরও ৫ হাজার ৩২ জন

আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট বিভাগে টিকা গ্রহণ করেছেন ৫ হাজার ৩২ জন। এদের মধ্যে ২ হাজার ৯৩৮ জন পুরুষ এবং ২ হাজার ৯৪ জন নারী। এনিয়ে বিভাগে ১ লাখ ৯১ হাজার ৯৬১ জন টিকা গ্রহণ করলেন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, রবিবার সিলেট জেলায় ২ হাজার ৩২০ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে ১ হাজার ৪৪৭ জন পুরুষ এবং ৮৭৩ জন নারী। সুনামগঞ্জে টিকা নেন ৮৪০ জন। এদের মধ্যে ৪১২ জন পুরুষ ও ৪২৮ জন নারী। হবিগঞ্জে টিকা গ্রহণ করেন ৪৭৬ জন। এর মধ্যে ২৭৬ জন পুরুষ এবং ২০০ জন নারী। মৌলভীবাজার রবিবার ১ হাজার ৩৯৬ জন টিকা গ্রহণকারীর মধ্যে ৮০৩ জন ছিলেন পুরুষ এবং ৫৯৩ জন ছিলেন নারী। 

সিসিক সূত্রে জানা যায়, নগরে রবিবার ১ হাজার ১৯৬ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কেন্দ্রে টিকা নেন ৯৮৬ জন। এদের মধ্যে ৬১৭ জন পুরুষ এবং ৩৬৯ জন নারী। পুলিশ হাসপাতলে ২১০ জন টিকা গ্রহণকারীর মধ্যে ১৩০ জন পুরুষ ও ৮০ জন নারী ছিলেন। বিষয়টি সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে নিশ্চিত করেছেন। 

বিএ-১৮