ওসমানীনগরে ৩০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

ওসমানীনগর প্রতিনিধি


মার্চ ০১, ২০২১
০২:৪৩ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০১, ২০২১
০২:৪৩ পূর্বাহ্ন



ওসমানীনগরে ৩০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

সিলেটের ওসমানীনগরে ৩০ কেজি গাঁজাসহ সুফিয়ান আহমেদ নেপুর (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ওসমানীনগর থানার সাদীপুর ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৯ এর একটি দল তাকে গাঁজাসহ গ্রেপ্তার করে। তিনি উপজেলার ইব্রাহীমপুর গ্রামের ইরশাদ আহমদের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (সদর কোম্পানি) এর কমান্ডিং অফিসার লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর শওকাতুল মোনায়েম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসান-আল-আলমের সহায়তায় একটি আভিযানিক দল সিলেট জেলার ওসমানীনগর থানার সাদীপুর ইউনিয়ন ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ৩০ কেজি গাঁজা এবং ১টি প্রাইভেটকার জব্দসহ মাদক ব্যবসায়ী সুফিয়ান আহমেদ নেপুরকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে জব্দকৃত গাঁজাসহ তাকে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, 'সুফিয়ান আহমেদ নেপুর একজন চিহ্নিত গাঁজা ব্যবসায়ী। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।'

 

ইউডি/আরআর-০৭