শিক্ষক রঞ্জিত ভূষণ চৌধুরী আর নেই

ওসমানীনগর প্রতিনিধি


মার্চ ০১, ২০২১
০১:৩৩ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০১, ২০২১
০২:৩৪ পূর্বাহ্ন



শিক্ষক রঞ্জিত ভূষণ চৌধুরী আর নেই

সিলেটের ওসমানীনগরের মঙ্গলচন্ডি নিশিকান্ত সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের গণিত বিষয়ের প্রাক্তন শিক্ষক রঞ্জিত ভূষণ চৌধুরী আর নেই। রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। 

শিক্ষক রঞ্জিত ভূষণ চৌধুরী দীর্ঘদিন মঙ্গলচন্ডি নিশিকান্ত সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা শেষে ২০১৫ সালে অবসর নিয়ে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মজলিশপুরে নিজ বাড়িতে বসবাস করছিলেন। রবিবার বিকেল ৩টায় মজলিশপুরে তার অন্তেষ্ট্যিক্রিয়া সম্পন্ন হয়েছে। 

এদিকে প্রিয় শিক্ষকের মৃত্যুতে দেশে-বিদেশে অবস্থানরত মঙ্গলচন্ডি নিশিকান্ত সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

ইউডি/আরআর-০৬