ওসমানীনগরের বীর মুক্তিযোদ্ধা ছাপা আলী আর নেই

ওসমানীনগর প্রতিনিধি


মার্চ ০১, ২০২১
১২:৫৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০১, ২০২১
১২:৫৫ পূর্বাহ্ন



ওসমানীনগরের বীর মুক্তিযোদ্ধা ছাপা আলী আর নেই

সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের আলীপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ছাপা আলী আর নেই। আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার দুপুরে আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে তাকে তাঁর মামার বাড়ির কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজার পূর্বে ওসমানীনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর মরদেহ রাখা কফিন জাতীয় পতাকায় মুড়িয়ে দেওয়া হয়। তাতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত। ওসমানীনগর থানার ওসি (তদন্ত) মাকসুদুল আমীনের নেতৃত্বে একদল পুলিশ গার্ড অব অনারের মাধ্যমে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি শেষ শ্রদ্ধা জানায়।

বীর মুক্তিযোদ্ধা মো. ছাপা আলীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

ইউডি/আরআর-০৪