নিজস্ব প্রতিবেদক
মার্চ ০১, ২০২১
১২:২৯ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০১, ২০২১
১২:২৯ পূর্বাহ্ন
সিলেটের মোগলাবাজার এলাকায় সংঘবদ্ধ ধর্ষণ ও পরে মুক্তিপণ দাবির অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের জালালাবাদ থানা।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) মহানগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার (২০ ফেব্রুয়ারি) সিলেটের মোগলাবাজারের তোরখলা ইসলামিয়া বালিকা মাদরাসায় বই আনার জন্য রওনা হয় নবম শ্রেণির এক ছাত্রী (১৪)। মাদরাসার সামনে পৌঁছামাত্র মুহিবুর রহমান নামের এক সিএনজি অটোরিকশা চালক জোরপুর্বক তাকে তুলে নিয়ে জালালাবাদ থানাধীন খালপারস্থ আদিল নামের এক দোকানির পিছনের রুমে আটক রাখে। পরে সেই ছাত্রী (১৪) কে পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেললে অপহরণের নাটক সাজিয়ে ওই মাদরাসাছাত্রীর বাবার কাছে মুক্তিপণের জন্য ৩ লাখ টাকা দাবি করে অভিযুক্তরা।
পরে মাদরাসাছাত্রীকে তার স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সে কিছুটা সুস্থ হওয়ার পর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে ওসিসি বিভাগে ভর্তি করেন। বর্তমানে সে হাসপাতালের ওসিসি বিভাগে চিকিৎসাধীন আছে।
এদিকে ঘটনার পর গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে মেয়েটির বাবা বাদী হয়ে মোগলাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলায় সিলেটের বিশ্বনাথের মাতাবপুর গ্রামের চেরাগ আলীর ছেলে মুহিবুর রহমান (৩৭) ও খালপাড় এলাকার সোনা মিয়ার ছেলে আদিল (২২)কে আসামি করা হয়েছে। তাদের দুজনকে গত আটক করে বিশ্বনাথ থানা পুলিশ। এরপর ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
বিএ-০৭