সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২১
০৭:৪২ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২১
০৭:৪৪ অপরাহ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় খোলা ও চলমান সকল পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে সিলেটে আবারো আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর বারোটার দিকে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।
এ সময় তারা বেশ কয়েকটি দাবি উত্থাপন করেন। এ সময় বিক্ষোভরত শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে বৈষম্য করা হচ্ছে মর্মে অভিযোগ করেন।
বিক্ষোভ ও মানববন্ধনে প্রায় ২ শতাধিক শিক্ষার্থী শ্লোগান শ্লোগানে তারা বিভিন্ন দাবি তুলে ধরেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তালবাহানা করা হচ্ছে। পরীক্ষা স্থগিত করে আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ টি কলেজের ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিলেও জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহেলা করে শিক্ষা ব্যাবস্থায় বৈষম্য তৈরি করা হচ্ছে।
গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্কুল-কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে ছয়টি মন্ত্রণালয় বৈঠকে বসে।
বৈঠক শেষে আগামী ৩০ মার্চ থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের কথা জানালেও বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি। তবে আগামী ২৪ মার্চ ও ৭ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া মাস্টার্স পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানায় মন্ত্রণালয়।
বি এন-২