সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২১
০৬:০১ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২১
০৬:০১ পূর্বাহ্ন
পূবালী ব্যাংক সিলেটের বার্ষিক আনন্দ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমাবন্দর সংলগ্ন কেওয়াছড়া টি গার্ডেনে বার্ষিক আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের জিএম দেওয়ান জামিল মাকসুদ। তিনি বলেন, ‘ব্যাংকারদের জীবনে অবসর খুবই কম। যেটুকু অবসর পাওয়া যায়, সেটুকু পরিবার পরিজনকে দিলে একটা মানসিক প্রশান্তি আসে। পূবালী ব্যাংক সিলেট প্রধান শাখা বসন্তের এই দিনে এমন একটি আয়োজন করে সেটাই প্রমাণ করল।’
ব্যাংকের সিলেট শাখার এজিএম অঞ্জন দাসের সভাপতিত্বে ও সিনিয়র অফিসার রাজু আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ডিজিএম জিয়াউল হক চৌধুরী, সিলেট পশ্চিম অঞ্চল প্রধান ডিজিএম মশিউর রহমান খান এবং মৌলভীবাজার অঞ্চল প্রধান ডিজিএম আরিফুর রহমান, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক এ কে এমদাদুল হক এবং তার সহধর্মিনী নিগার সুলতানা।
দিনব্যাপী এই অনুষ্ঠানে ধামাইল নৃত্য ছাড়াও ছড়া, কবিতা আবৃত্তি, ম্যাজিক প্রদর্শন, আবৃত্তি এবং নানা ক্রীড়া প্রতিযোগিতা ছিল। নৃত্য পরিবেশন করেন আদ্রিতা দাস, অনিন্দিতা দাস, চিন্ময় সরকার এবং রুহামা চৌধুরী। আবৃত্তি পরিবেশন করে খুদে আবৃত্তি শিল্পী শায়ন্তিকা সরকার। পরে নানা ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দেওয়ান জামিল মাসুদ ও বিশেষ অতিথিবৃন্দ।
আরসি-০১