সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২১
০৫:৫৬ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২১
০৫:৫৬ পূর্বাহ্ন
চাল, তেল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩টায় নগরের আম্বরখানার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পালের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, শ্রমিক ফ্রন্ট নেতা মামুন বেপারী, কাজল আহমদ, লাভলু মিয়া, ছাত্রফ্রন্ট মহানগরের আহ্বায়ক সঞ্জয় শর্ম্মা প্রমুখ।
বক্তারা বলেন, ‘একদিকে করোনায় বিপর্যস্ত মানুষ, অন্যদিকে লুটেরা সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে এবং সরকারের উদাসীনতার কারণে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অব্যাহত মূল্য বেড়েই চলেছে। এই কারণে সাধারণ দিন মজুর শ্রমজীবী মানুষের সংকট আরও গভীরতর হচ্ছে।’
বক্তারা অবিলম্বে চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবি জানান।
আরসি-১৭