নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৮, ২০২১
০৩:১৯ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২১
০৩:১৯ পূর্বাহ্ন
রাষ্ট্রীয় পাঠকলসহ কলকারখানা রক্ষা, গণতান্ত্রিক শ্রম আইন, নায্য মজুরী ও ট্রেড ইউনিয়ন অধিকার রক্ষার ৯ দফা দাবিতে মতবিনিময় করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ সিলেট জেলা। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় নগরের জিন্দাবাজারস্থ নজরুল অ্যাকাডেমিতে এ সভা হয়।
স্কপ সিলেট জেলা শাখার আহ্ববায়ক ও জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হকের সভাপতিত্বে ও স্কপ সিলেট জেলার সদস্য সচিব ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা আহ্ববায়ক আবু জাফরের পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন সংঘের সহসভাপতি খলিলুর রহমান খান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট-এর কেন্দ্রীয় সহসভাপতি আব্দুর রাজ্জাক, জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় সহসভাপতি মো. আব্দুর রাজ্জাক, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোরমান আলী।
বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট মহানগরের সভাপতি ইউনুস আলী, ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার সভাপতি সুরুজ আলী, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, জাতীয় শ্রমিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের যুগ্ম আহ্ববায়ক প্রণব জ্যোতি পাল, জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সহসভাপতি দীন বন্ধু পাল, ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার সাধারণ সম্পাদক সাদেক মিয়া, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা শ্রমিক লীগের সহসভাপতি আব্দুল জলিল, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক লিটন আহমদ চৌধুরী, জেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক প্রকৌশলী আনোয়ার হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের শ্রমজীবী মানুষের উপর বহুমুখী আক্রমণ চলছে। পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে রাষ্ট্রীয় সকল কলকারখানা বন্ধ করার যে প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলে আসছে তাতে জনগণের সম্পদ হাতছাড়া হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্থ হচ্ছে শ্রমিক কর্মচারীরা।
বক্তারা রাষ্ট্রীয় পাঠকলসহ কলকারখানা রক্ষা, গণতান্ত্রিক শ্রম আইন, নায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার রক্ষাসহ ৯ দফা দাবির ভিত্তিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
বিএ-১২