রশিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ২৮, ২০২১
০২:৫৭ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২১
০৩:০১ পূর্বাহ্ন



রশিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মামলা

সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। 

দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) লোকমান বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সড়ক পরিবহন আইনে মামলা (মামলা নম্বর ২৬) দায়ের করেন।

এসব তথ্য সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমার রশিদপুরে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৫-৩১৭৬) ও ঢাকাগামী এনা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৭৩১১) মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যান। এছাড়া হাসপাতালে নেওয়ার পর আরও ৪ মারা যান। এই দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

এ ঘটনায় নিহতরা হলেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের চিকিৎসক ডা.ইমরান খান রুমেল (৪৮), এনার সুপারভাইজার সুনামগঞ্জের জগ্ননাথপুরের আলীগর খানের ছেলে মো.সালমান খান (২৫), ব্রাক্ষণবাড়িয়ার আলী হায়দারের ছেলে মো.নুরুল আমিন (৫৫), ঢাকার ওয়ারী এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে নাদিম আহমেদ সাগর (২০), এনা বাসের চালক সিলেটের ওসমানীনগরের মো.মঞ্জুর আলী (৩৮), বাসের হেলপার ওসমানীনগরের জাহাঙ্গীর হোসেন (৩০), নগরের আখালিয়া এলাকার আব্দুর রশীদের ছেলে শাহ কামাল (৪৫) এবং সুনামগঞ্জের দোয়ারা বাজারের রহিমা বেগম (৩০)।

বিএ-১১