গোলাপগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৮, ২০২১
০২:১৫ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২১
০২:১৫ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মাদকসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের দু'টি দল শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
জানা যায়, থানার এসআই পার্থ সারথী দাসের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ভাদেশ্বর নালিউরী এলাকায় অভিযান চালায়। এ সময় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা রাজ উদ্দিন (৫৬) ও মকবুল আলীকে (৬২) গ্রেপ্তার করা হয়। রাজ উদ্দিন নালিউরী গ্রামের মৃত মাতাই মিয়ার ছেলে এবং মকবুল আলী দক্ষিণ কানিশাইল গ্রামের মৃত মিম্বর আলীর ছেলে।
অপরদিকে, থানার এসআই হেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের অপর একটি দল রনকেলী এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা জাহিদ হাসান চৌধুরী ওরফে অপু (৩৫) ও তায়েফকে (২৮) গ্রেপ্তার করে। জাহিদ রনকেলী গ্রামের মৃত মামুন আহমদ চৌধুরী ও তায়েফ মৃত মকবুল আলীর ছেলে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী।
এফএম/আরআর-০৪