ওসমানীনগর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৮, ২০২১
০২:০৮ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২১
০২:০৮ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরের শেখ ফজিলাতুন নেছা ফাজিল মাদরাসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার উন্নয়নে ৫২ কোটি টাকা বরাদ্দ ও ফাজিল স্তর এমপিওভুক্ত করায় উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের শেখ ফজিলাতুন মাদরাসা কর্তৃপক্ষ শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এ আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি মুফতি কামরুল ইসলাম চৌধুরী। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান এমপি।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি, সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান এম জি রাসুল খালেক।
বক্তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ইতোপূর্বে উপজেলার আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়নে এত বড় অঙ্কের টাকা বরাদ্দ প্রদান করা হয়নি। শেখ হাসিনার সরকার ধর্মীয় শিক্ষার প্রসারে যে ভূমিকা পালন করছে তা অবিস্মরণীয়। তারা একই সঙ্গে মাদরাসার প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আবদাল হোসেন চৌধুরীর পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর পরিবারের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালান করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ারিছ উদ্দিন আল মামুন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর উদ্দিন আহমদ নুনু, বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট ইউকে'র সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, প্রবাসী আখলাকুর রহমান, ডা. মুহিবুর রহমান, শেরপুর নতুন বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি আব্দুল হক, আখদ্দুছ আলী প্রমুখ।
ইউডি/আরআর-০৩