কোম্পানীগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২১
১০:২৫ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২১
০৩:০৫ পূর্বাহ্ন
ইন্তাজ আলী
সিলেটের কোম্পানীগঞ্জে সালিশ বৈঠক শেষ করে ফেরার পথে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ইন্তাজ আলী (৪৫) নামের এক ব্যক্তি। আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত ইন্তাজ আলী গুচ্ছগ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত আরজ আলীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ২টায় তাকে ভোলাগঞ্জ থেকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য সমস্যা নিরসনের লক্ষ্যে সালিশ বৈঠক শেষ করে ফেরার পথে শনিবার সকাল ১১টার দিকে একই গ্রামের কেরামত আলীর ছেলে আরজ আলী ইন্তাজ আলীকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযুক্ত আরজ আলীকে আটক করা হয়েছে। আর ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এমকে/আরআর-০১