নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৭, ২০২১
০৮:৪০ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২১
০৮:৫১ অপরাহ্ন
সিলেটের রশিদপুরে সড়ক দুর্ঘটনায় আহত ডা. শারমিন আক্তার অন্তরার (২৯) শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তিনি এখনও নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিলেট এমএজি ওসমানী হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য আইসিউতে রাখা হলেও তার আইসিউ সাপোর্ট লাগছে না।
শুক্রবার বিকেলে শরীরে অস্ত্রোপচার সম্পন্নের পর রাতে তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। শুক্রবার বিকেলে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়, পরে রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
আরসি-১৩