সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২১
০২:২০ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২১
০২:২১ পূর্বাহ্ন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩ টায় সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের নেতৃত্বে আওয়ামীলীগ নেতারা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতির পিতা সমাধি কমপ্লেক্স মসজিদের ইমাম মাওলানা সামিউল ইসলাম নওয়াব।
এ সময় গণমাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ বিরোধী চক্রান্ত মোকাবেলায় ঐক্যের কোন বিকল্প নেই।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ কাংখিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের নেতৃত্বে দেশের সাধারণ মানুষ আজ ঐক্যবদ্ধ। এই ঐক্যকে কাজে লাগিয়ে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বিশ্বের একটি দেশে পরিণত করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেৃতৃত্বে দেশের এই অগ্রযাত্রার পথে বাধা সৃষ্টি করতে নানা অপশক্তি কাজ করছে। তাদের প্রতিরোধ করেই আমাদের এগিয়ে যেতে হবে। জাতির জনকের স্বপ্ন ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নিরলস কাজ করতে হবে।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ। সিলেট জেলা আওয়ামী লীগ অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামীতেও ঐক্যের ঝান্ডা উঁচু রেখে এগিয়ে যাবে। ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশের স্বপ্ন ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। দেশের তৃণমূল পর্যায়ের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য তিনি আমৃত্যু লড়াই করেছেন। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে নিরলসভাবে কাজ করছেন তাঁরই সুযোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আমরা তার হাতকে শক্তিশালী করে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বিশ্বের একটি দেশে পরিণত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আগামীতে শেখ হাসিনার যেকোন নির্দেশ মাঠ পর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে আমরা আজ দৃঢ় সংকল্পবদ্ধ।
জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, ড. আহমদ আল কবীর, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, নাজনীন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন ইসলাম কামাল, মো. আলী দুলাল ও কবীর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান ও অ্যাডভোকেট রণজিৎ সরকার।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মবশ্বির আলী, দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মো. আব্বাস উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ হিরা, মহিলা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার মিনু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, শ্রম সম্পাদক সাইফুর রহমান খোকন, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. শাকির আহমদ শাহীন।
বিএ-১৩