দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৬, ২০২১
০৯:৩৪ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২১
০৩:৪২ পূর্বাহ্ন



দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে

সিলেট-ঢাকা মহাসড়কের দুই বাসের সংঘর্ষে নিহতদের পরিচয় মিলেছে।

নিহত ৮ জন হলেন, সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক আল মাহমুদ সাদ ইমরান খান (৩৩), এনা পরিবহনের বাসের চালক ওসমানীনগর উপজেলার ধরখা গ্রামের মঞ্জুর আলী (৩৮), এনার সুপারভাইজার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিঠাভরা গ্রামের সালমান খান (২৫), হেলপার ধরখা গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৪), বি বাড়িয়ার সরাইল থানার রাজানিয়াকান্দি পশ্চিম পাড়ার নুরুল আমিন (৫০), ঢাকার ওয়ারি এলাকার নাদিম আহমদ সাগর (২৯) ও সিলেট নগরের আখালিয়া এলাকা শাহ কামাল (২৭), ছাতক বাংলাবাজার এলাকার নাম রহিমা (২৬)।

প্রসঙ্গত, শুক্রবার সকাল ৭টার দিকে দুই বাসের সংঘর্ষে এখনো পর্যন্ত ৮ জন মারা গেছেন। এ দুর্ঘটনায় আরও ১৫/২০ জন আহত হয়েছেন। 

দক্ষিণ সুরমার রশিদপুরে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৫-৩১৭৬) ও ঢাকাগামী এনা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৭৩১১) মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

বি এন-০২