নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৬, ২০২১
০৬:৩৯ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২১
০৯:০৯ অপরাহ্ন
সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত রহিমা বেগম নামে এক নারী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টায় দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুরে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৫-৩১৭৬) ও সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী এনা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৭৩১১) দ্রুতগতির দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এতে বহু যাত্রী হতাহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
রহিমা বেগম ছাড়া অন্য নিহতরা হলেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের চিকিৎসক ডা.ইমরান খান রুমেল (৪৮), এনার সুপারভাইজার সুনামগঞ্জের জগ্ননাথপুরের আলীগর খানের ছেলে মো.সালমান খান (২৫), ব্রাক্ষণবাড়িয়ার আলী হায়দারের ছেলে মো.নুরুল আমিন (৫৫), ঢাকার ওয়ারী এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে নাদিম আহমেদ সাগর (২০), এনা বাসের চালক সিলেটের ওসমানীনগরের মো.মঞ্জুর আলী (৩৮), বাসের হেলপার ওসমানীনগরের জাহাঙ্গীর হোসেন (৩০) এবং নগরের আখালিয়া এলাকার আব্দুর রশীদের ছেলে শাহ কামাল (৪৫)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সিলেট মিররকে জানান, এখন পর্যন্ত এঘটনায় ৮ জন নিহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এনা বাসে ৮ জন যাত্রী, চালক, সুপারভাইজার ও হেল্পারসহ ১১ জন আরোহী ছিলেন। লন্ডন এক্সপ্রেসে ২৮ যাত্রী, চালক, সুপারভাইজার ও হেল্পারসহ ৩১ জন আরোহী ছিলেন।
এনএইচ/বিএ-০৪