সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৭

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ২৬, ২০২১
০৫:৩৯ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২১
০৬:১৭ অপরাহ্ন



সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৭

সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টায় লন্ডন এক্সপ্রেস ও এনা পরিবহণের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। তারা উদ্ধার তৎপরতা শুরু করে।

নিহতরা হলেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের চিকিৎসক ডা.ইমরান খান রুমেল (৪৮), এনার সুপারভাইজার সুনামগঞ্জের জগ্ননাথপুরের আলীগর খানের ছেলে মো.সালমান খান (২৫), ব্রাক্ষণবাড়িয়ার আলী হায়দারের ছেলে মো.নুরুল আমিন (৫৫), ঢাকার ওয়ারী এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে নাদিম আহমেদ সাগর (২০), এনা বাসের চালক সিলেটের ওসমানীনগরের মো.মঞ্জুর আলী (৩৮), বাসের হেলপার ওসমানীনগরের জাহাঙ্গীর হোসেন (৩০) এবং  নগরের আখালিয়া এলাকার আব্দুর রশীদের ছেলে শাহজাহান (৪৫)। 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি সিলেট মিররকে জানান, এখন পর্যন্ত এঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ১৮ জন আহতবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি জানান, হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় একটি সূত্র জানায়, এনা পরিবহনের একটি বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে লন্ডন এক্সপ্রেস নামের একটি বাস ঢাকা থেকে সিলেট আসছিল। রশিদপুরে একটি পেট্রলপাম্পের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, এনা বাসে ৮ জন যাত্রী, চালক, সুপারভাইজার ও হেল্পারসহ ১১ জন আরোহী ছিলেন। লন্ডন এক্সপ্রেসে ২৮ যাত্রী, চালক, সুপারভাইজার ও হেল্পারসহ ৩১ জন আরোহী ছিলেন।

বিএ-০১