নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৬, ২০২১
০৬:৩৩ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২১
০৬:৩৩ পূর্বাহ্ন
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মো. নিশারুল আরিফ বলেছেন, ‘নগরে জমিসংক্রান্ত অনেক অভিযোগ পুলিশের কাছে আসে। অনেকে আবার মিথ্যা অভিযোগও করেন। মিথ্যা অভিযোগ করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
বৃহস্পতিবার দুপুরে শাহপরাণ থানা প্রাঙ্গনে মাসিক ওপেন হাউজ ডে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নিশারুল আরিফ বলেন, ‘পুলিশ প্রতিটি অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। কিন্তু, অযথা প্রতিপক্ষকে বিপদে ফেলার চেষ্টা করলে তাকেও শাস্তি পেতে হবে।’
তিনি বলেন, ‘জঙ্গি ও মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। বাসা ভাড়া দেওয়ার আগে খোঁজ নিতে হবে। ভাড়াটিয়া ফরম পুরণ করে থানায় জমা দেবেন।’ পুলিশ কমিশনার পরবর্তী ওপেন হাউজ ডে’তে প্রয়োজনীয় অভিযোগের পাশাপাশি পরামর্শ দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে এসএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শফিকুল ইসলাম, উপকমিশনার (দক্ষিণ) সোহেল রেজা পিপিএম, অতিরিক্ত উপকমিশনার (উত্তর-অপরাধ) এহসান চৌধুরী পিপিএম, সহকারী কমিশনার (শাহপরাণ থানা), ভারপ্রাপ্ত কর্মকর্তা (শাহপরাণ থানা) এবং থানা এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা অনুষ্ঠানে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা কথা বলেন। মাদক, চুরি, ছিনতাই, জমিদখলসহ নানা বিষয়ে তাদের বক্তব্য পুলিশ কমিশনার নোট নেন এবং সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি স্থানীয়রা পুলিশের সাম্প্রতিক ভালো কাজসমূহের প্রশংসা করেন।
আরসি-০২