নগরের সব প্রতিষ্ঠানের নামফলক বাংলায় লেখার আহবান

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৬, ২০২১
০৩:০৯ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২১
০৩:০৯ পূর্বাহ্ন



নগরের সব প্রতিষ্ঠানের নামফলক বাংলায় লেখার আহবান

সিলেট নগরের সব প্রতিষ্ঠানের নামফলক বাংলায় লেখার আহ্বান জানিয়েছে সিলেট বিভাগ গণদাবি ফোরাম। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ফোরামের এক আলোচনা সভা শেষে এই আহ্বান জানানো হয়।  

সিলেট বিভাগ গণদাবি ফোরামের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সিলেট বিভাগের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট শামীম হাসান চৌধুরী, কেন্দ্রীয় সদস্য শিক্ষক আব্দুল মালিক, আনোয়ার উদ্দিন বুরহানাবাদী, ইর্শাদ আলী, এম এ রকিব, রিয়াজ উদ্দিন আহমদ, এম এ জলিল, কয়েছ আহমদ সাগর, আমিন তাহমিদ, শওকত আলী প্রমুখ।

সভায় বাংলা ভাষার প্রচলন বৃদ্ধি ও ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সকল সরকারি, আধা সরকারি ও বেসরকারি অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে নামফলক বাংলা লেখা ও স্থাপনের বাধ্যবাদকতা আরোপের জন্য সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়। এছাড়া ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সর্বোচ্চ আদালতে মামলা দায়ের, মামলা পরিচালনা ও রায় প্রধান কার্যক্রমে বাংলা ভাষা চালু করারও দাবি জানানো হয়।

বিএ-২১