নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৬, ২০২১
০২:৩৯ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২১
০২:৩৯ পূর্বাহ্ন
‘সরকারের নানা উদ্যোগের ফলে এখন প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তি বিদেশে যাচ্ছে। অধিক বেতনে চাকরি করে তারা রেমিটেন্স পাঠাচ্ছে। এভাবে দক্ষ ও শিক্ষিতরা বিদেশে গেলে দেশের অর্থনীতি মজবুত হবে, সুনাম ও মর্যাদা উভয়ই বাড়বে।’
‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ বিষয়ক সেমিনারে বক্তারা একথা বলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়ের জনশক্তি ও কর্মস্থান (বিএমইটি) বিভাগ-এর উদ্যোগে বৃহস্পতিবার সকালে নগরের দক্ষিণ সুরমার আলমপুরে সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ালিউল্লা মোল্লার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ নম বদরুদ্দোজা।
বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট চেম্বারের সভাপতি এটিএম শোয়েব, সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজম খান, সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সন্তুস চন্দ্র দেবনাথ, ফায়ার সার্ভিস সিলেটের উপপরিচালক মো. কোবাদ আলী সরকার।
প্রতিষ্ঠানটির ইন্সট্রাক্টর জাকির হোসেন-এর সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার নুরুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মির কামরুল হাসান, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হক, ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছয়েফ খান প্রমুখ।
অতিথির বক্তব্যে আ ন ম বদরুদ্দোজা বলেন, দক্ষতা নিজের সম্পদ এবং দক্ষ জনশক্তি দেশের সম্পদ। বর্তমান সরকার দেশের জনগোষ্ঠীকে সম্পদে পরিণত করতে চায়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির কাজে মনোযোগ দিয়েছে। এ উদ্যোগ দেশের উন্নয়নের মাইলফলকে পৌঁছাতে শক্তিশালী ভূমিকা রাখবে।
সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী সিলেটে কারিগরি প্রশিক্ষণের উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রত্যন্ত অঞ্চলেও এ সুবিধা নিশ্চিত করা জরুরি। কারণ, গ্রামগঞ্জের সবাই হয়তো জেলা শহরে স্থাপিত এই প্রশিক্ষণের বিষয়ে অবগত নয়। সবাইকে প্রশিক্ষণের আওতায় আনা গেলে দক্ষ জনশক্তি বিদেশে গিয়ে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী করতে সমর্থ্য হবে।
সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, ‘এক সময় কোনধরণের প্রশিক্ষণ ছাড়াই শ্রমিকরা বিদেশে যেতো। ভাষা ও কাজ না জানার কারণে অল্প বেতনে চাকরি করত। এখন সময় পাল্টেছে। বিদেশগামীদের ভাষাজ্ঞান ও কাজের দক্ষতা থাকলে সেখানে কাজ পেতে অসুবিধা হবে না। প্রশিক্ষিত জনবল বিদেশে পাঠালে দেশের সম্মান ও মর্যাদা উভয়ই বাড়বে।
সভাপতির বক্তব্যে ওয়ালিউল্লা মোল্লা বলেন, ‘সরকার দেশের ৬৪ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির মাধ্যমে বিদেশগামীদের প্রশিক্ষণ দিচ্ছে।’
তিনি বলেন, প্রবাসিকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে নিরাপদ ও দায়িত্বশীল আবাসন নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। আরও ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের কাজ চলছে। প্রতিটি উপজেলায় একটি করে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে।’
সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশ গমনেচ্ছু ও উদ্যোক্তা হতে আগ্রহীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানিয়ে তিনি জানান, ক্যাটারিং (দি প্রফেশনাল শেফ), কম্পিউটার, ইলেকট্রনিক্স, অটোমোটিভ, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং, মেসন, আরপিএল, হাউস কিপিং, ভাষা শিক্ষা (ইংরেজি ও আরবি) বিষয়ে তার প্রতিষ্ঠানে প্রশিক্ষণ কোর্স চালু রয়েছে। প্রতিবছর সহস্রাধিক শিক্ষার্থী এখান থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষতার পরিচয় দিচ্ছেন।
বিএ-২০