কোম্পানীগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২১
০২:২৯ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২১
০২:২৯ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে চিপ পাথর উত্তোলনের চেষ্টাকালে ১০টি নৌকার মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ ফ্রেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার ভোলাগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করেছে টাস্কফোর্স।
কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্যের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলামসহ পুলিশ ও বিজিবি সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও সুমন আচার্য বলেন, 'অবৈধভাবে চিপ পাথর উত্তোলন বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।'
এমকে/আরআর-০৯