ফেঞ্চুগঞ্জে টিকাগ্রহীতা দুই হাজারের কাছাকাছি

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ২৬, ২০২১
০১:১৭ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২১
০১:১৭ পূর্বাহ্ন



ফেঞ্চুগঞ্জে টিকাগ্রহীতা দুই হাজারের কাছাকাছি

করোনাভাইসের প্রতিষেধক ভ্যাকসিন প্রদানে চলমান কার্যক্রমে সিলেটের ফেঞ্চুগঞ্জে আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন ১৩৫ জন। এ নিয়ে গত ১৬ দিনে টিকাগ্রহণ করলেন এ উপজেলার মোট ১ হাজার ৯৩১ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত রবিবার (৭ ফেব্রুয়ারি) ভ্যাকসিন প্রদান কার্যক্রমের ১দিন থেকে ৭ম দিন পর্যন্ত টিকা নিয়েছিলেন ৫৪৫ জন। তাদের মধ্যে পুরুষ ৩৫৯ জন ও নারী ১৮৬ জন। ২য় সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টিকা নিয়েছেন মোট ১ হাজার ৩৮৬ জন। তাদের মধ্যে পুরুষ ৮৫৩ জন ও নারী ৫৩৩ জন। সবমিলিয়ে দুই সপ্তাহে টিকাগ্রহণকারীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৩১ জন। তাদের মধ্যে পুরুষ ১ হাজার ৩০৮ জন ও নারী ৬২৩ জন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কাজী আফজাল হোসেন জানান, প্রথম ধাপে ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৬ হাজার ১০০ ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া গেছে। উপজেলার ৩ হাজার ৫০ জনকে এই ডোজ দুইবার করে দেওয়া হবে। এখন পর্যন্ত ১ হাজার ৯৩১ জন টিকা নিয়েছেন। তারা সবাই সুস্থ আছেন। যার কারণে এখন প্রতিদিন টিকা গ্রহণকারীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। এ পর্যন্ত রেজিস্ট্রেশন করছেন ২ হাজার ২২৭ জন।

 

এসএ/আরআর-০৫