চৌহাট্টায় অবরোধ প্রত্যাহার, দাবি আদায় না হলে আবারও অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ২৬, ২০২১
০১:১০ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২১
০১:১১ পূর্বাহ্ন



চৌহাট্টায় অবরোধ প্রত্যাহার, দাবি আদায় না হলে আবারও অবরোধের ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের প্রতিবাদে এবং অবিলম্বে স্থগিত হওয়া পরীক্ষা নেওয়ার দাবিতে সিলেট চৌহাট্টা পয়েন্টে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। 

আজ বৃহস্পতিবার বেলা দেড়টার পর তারা আজকের জন্য অবরোধ প্রত্যাহার করে নেন। তবে দাবি আদায় না হলে আবারও তারা সড়ক অবরোধের ঘোষণা দেন। অবরোধ প্রত্যাহারের পর একটি মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যান শিক্ষার্থীরা। সেখানে তারা জেলা প্রশাসকের কাছে পরীক্ষা স্থগিতের প্রতিবাদে এবং অবিলম্বে স্থগিত হওয়া পরীক্ষা নেওয়ার দাবিতে স্মারকলিপি দেন।

কর্মসূচি প্রত্যাহারের পর তাদের দাবিসংবলিত একটি স্মারকলিপি  সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রনালয় বরাবরে প্রদান করেন। 

বিক্ষোভে এমসি কলেজ, দক্ষিণ সুরমা সরকারি কলেজ, সিলেট সরকারি কলেজ, মদন মোহন কলেজ, সরকারি মহিলা কলেজ, মঈন উদ্দিন মহিলা কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হলেও তা স্থগিত করে দেয় শিক্ষা মন্ত্রণালয়।

এনএইচ/বিএ-১৬