ওসমানীনগরে ঝরে পড়া শিশুদের জন্য হচ্ছে ৭০টি বিদ্যালয়

ওসমানীনগর প্রতিনিধি


ফেব্রুয়ারি ২৬, ২০২১
১২:৫৮ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২১
১২:৫৮ পূর্বাহ্ন



ওসমানীনগরে ঝরে পড়া শিশুদের জন্য হচ্ছে ৭০টি বিদ্যালয়

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূলত ঝরে পড়া ও শিক্ষাবঞ্চিত শিশুদের বিদ্যালয়মুখী করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন। সিলেটের ওসমানীনগরের ৮টি ইউনিয়নে একটি প্রকল্পের আওতায় ৭০টি 'উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়' স্থাপন করা হচ্ছে। অনুরূপ শিক্ষকও নিয়োগ দেওয়া হচ্ছে। এ প্রকল্পের আওতায় ওসমানীনগরের ৮ থেকে ১৪ বছর বয়সী প্রায় ২ হাজার শিশু দ্বিতীয়বারের মতো প্রাথমিক শিক্ষাগ্রহণের সুযোগ পাবে।

ওসমানীনগরে আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪) বিষয়ক অবহিতকরণ কর্মশালায় এসব তথ্য জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দয়ামীরস্থ বঙ্গবীর ওসমানী গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা ভূমি কর্মকর্তা আফসানা তাসলিম। জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, সিলেট ও আরডিআরএস, বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন 'আউট অব চিলড্রেন এডুকেশন'-এর জেলা সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. দেলোয়ার হোসাইন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (সেকেন্ড চান্স) এর জেলা ম্যানেজার মো. আলা উদ্দিন।

আরডিআরএস'র বিশ্বনাথ উপজেলার প্রোগ্রাম ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমানের পরিচালনায় কর্মশালায় অতিথির বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফ মো. নেয়ামত উল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত ও উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া। 

প্রশ্নোত্তর পর্বের আলোচনায় অংশ নেন দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান ফখর উদ্দিন ফখর, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমরান রব্বানী, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বদরুল আলম চৌধুরী, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, সহকারী শিক্ষা কর্মকর্তা ছানাউল হক ছানি, শিক্ষক শ্যামল চন্দ্র দে প্রমুখ। কর্মশালার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ওসমানীনগর উপজেলার প্রোগ্রাম ম্যানেজার সায়ীদ বদরুছ ছালেকীন।

 

ইউডি/আরআর-০৩