গোলাপগঞ্জে ক্যাপ্টেন তাহির আলী বীর বিক্রম আর নেই

গোলাপগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ২৫, ২০২১
০৭:২৯ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২১
০৭:২৯ অপরাহ্ন



গোলাপগঞ্জে ক্যাপ্টেন তাহির আলী বীর বিক্রম আর নেই

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কিসমত মাইজভাগ গ্রামের ফকিরপাড়া নিবাসী বীর বিক্রম ক্যাপ্টেন (অব:) তাহির আলী আর নেই। 

আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি---রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়।

মরহুমের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বাদ আসর নিজ বাড়ির সামনে অনুষ্ঠিত হবে।

গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান জানান, ক্যাপ্টেন তাহির আলী বীর বিক্রম মহান মুক্তিযুদ্ধে ৪ নং সেক্টরে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তাকে দ্বিতীয় সর্বোচ্চ বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়।

এফ এম/বি এন-০২