জকিগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৫, ২০২১
০৬:৩০ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২১
০৬:৩০ পূর্বাহ্ন
জকিগঞ্জে আগুনে পুড়ে বারঠাকুরী ইউনিয়নের কজাপুর গ্রামের একটি বসতঘর ছাই হয়েছে। এ ঘটনায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে বসতঘরটি এবং ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়।
এলাকাবাসী জানান, মঙ্গলবার মধ্যরাতে কজাপুর গ্রামের আব্দুল খালিকের বসতঘরে আগুন লাগে। তারা ধারণা করছেন শত্রুতার জের ধরে কেউ পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছে। অগ্নিকাণ্ডের পর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। কিন্তু গ্রামের অপ্রশস্ত রাস্তা দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে পারেনি।
জানা যায়, পুড়ে যাওয়া ঘরের মালিক বয়োজ্যেষ্ঠ আব্দুল খালিক। তার ৭ মেয়ে। পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ায় বসতঘরটি পুড়ে যাওয়ায় তিনি পরিবারের সদস্যদের নিয়ে বিপাকে পড়েছেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আব্দুল খালিক বলেন, ‘সারা জীবন যে সহায়-সম্বল আমি সঞ্চয় করেছি, সর্বনাশা আগুন সব কেড়ে নিয়েছে। এখন আমি মেয়েদের নিয়ে কোথায় যাব? নতুন করে ঘর তৈরি করার মতো কোনো সম্বল আমার নেই।’
বারঠাকুরী ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী জানান, অগ্নিকাণ্ডে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। সহযোগিতার জন্য তাদেরকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করতে বলেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার বলেন, ‘স্থানীয় চেয়ারম্যান এ বিষয়ে অবগত করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিএ-০৮