নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৫, ২০২১
০৬:২৫ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২১
০৬:২৫ পূর্বাহ্ন
সিলেটের বন্দরবাজারে অগ্রণী ব্যাংক হরিপুর গ্যাসফিল্ড শাখার কর্মকর্তা মওদুদ আহমেদকে হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন করেছে সিলেট যাত্রী অধিকার পরিষদ। বুধবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট যাত্রী অধিকার পরিষদের আহ্বায়ক অধ্যাপক জ্যোতিষ মজুমদারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এমএ মতিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম কিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক এনামুল মুনীর, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরী, সরকারি কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাস আহমদ, সিলেট যাত্রী অধিকার পরিষদের সদস্য সচিব সুব্রত রায়, যাত্রী অধিকার পরিষদের সংগঠক বাহার উদ্দিস আকন্দ, মির্জাজঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান আহমদ, অগ্রনী ব্যাংক সুধাংশু শেখর দত্ত, সুনামগঞ্জ জেলার বেসরকারি শিক্ষক ফোরামের সভাপতি মোদাছির আলম, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জি বাংলা ফুডসের চেয়ারম্যান শেখ শামিম, আল এমদাদ কলেজের সহাকরি অধ্যপক মাসুক আহমদ প্রমুখ।
বিএ-০৭