নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৫, ২০২১
০৬:১৭ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২১
০৬:১৭ পূর্বাহ্ন
সিলেট মুরারীচাঁদ (এমসি) কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী শফিকুল বাহার তপুর (২৫) মাস্টার্স পরীক্ষা আর শেষ হলো না। মঙ্গলবার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া মাস্টার্সের পরীক্ষার্থী ছিলেন।
পরিবারসূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে ফুটবল খেলে বাসায় আসার পর তিনি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গল্প করেন। রাত ১০টার দিকে হঠাৎ তার শারীরিক অবস্থা খারাপ হয়। পরে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু ঘটে। তিনি নেত্রকোনা জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের নজরুল ইসলামের ছেলে। তপু পরিবারের সঙ্গে নগরের উপশহরে বসবাস করতেন। তার সহপাঠীরা জানান, গত মঙ্গলবার এমসি কলেজের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধনে তপু অংশ নিয়েছিলেন। তার এই মৃত্যুতে সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তপুর বড় ভাই এলমুন বাহার সিলেট মিররকে বলেন, ‘চিকিৎসকরা আমাদের জানিয়েছেন স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তপুর লাশ আমাদের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাকে দাফন করা হবে।’
এনএইচ/বিএ-০৫