সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২১
০৬:০৯ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২১
০৬:০৯ পূর্বাহ্ন
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের দশম সম্মেলন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে সিলেট নগরের শহীদ সোলেমান হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বক্তারা বলেন, ‘বিদ্যমান শোষণমূলক বিশ্বব্যবস্থায় শ্রমিক-কৃষক-জনগণের উপার্জিত অর্থ ও সম্পদ জনগণের পাঁচটি মৌলিক চাহিদা পূরণের লক্ষে ব্যয় না হয়ে মুষ্টিমেয় একচেটিয়া পুঁজিপতির হাতে কেন্দ্রীভুত। সাম্রাজ্যবাদ ও তার দালালদের শোষণ-লুণ্ঠন এবং দুর্বৃত্তায়নের রাজনীতি দেশ ও সমাজকে অন্ধকার যুগের দিকে নিয়ে যাচ্ছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত যে শ্রমিকরা হোটেল রেস্টুরেন্টে সুন্দর ও মজাদার রকমারি খাবার তৈরি ও পরিবেশন করে তাদের পরিবারেই প্রতিদিন দুবেলা ডাল-ভাত জুটে না। চাল, ডাল, তেল, চিনি, লবনসহ প্রত্যেকটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের অব্যাহত মূল্যবৃদ্ধির কারণে জনজীবন আজ দূর্বিসহ হয়ে পড়ছে। তাই সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে সমাজ পরিবর্তনের। সমাজ পরিবর্তনেই শ্রমিক-কৃষক-জনগণের মুক্তি নিহিত।’
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. সুরুজ আলী, সুনামগঞ্জ জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. লিলু মিয়া, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো. মোস্তফা কামাল, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর উপদেষ্টা মো. আনু মিয়া। সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো. ছাদেক মিয়ার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট কুমার চন্দ্র রায়।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক ও ১০ম জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহবায়ক আনছার আলীর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. ইমান আলী, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি মো. আলমাছ মিয়া, জাতীয় ছাত্রদল শাহজালাল বিশ^দ্যিালয় শাখার সভাপতি দীনবন্ধু দাস সৌরভ প্রমুখ।
বিএ-০৩