খালেদা জিয়ার মৌলিক অধিকার নিশ্চিতের দাবি তাহসিনা রুশদীর লুনার

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৫, ২০২১
০৩:১৭ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২১
০৩:১৭ পূর্বাহ্ন



খালেদা জিয়ার মৌলিক অধিকার নিশ্চিতের দাবি তাহসিনা রুশদীর লুনার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বলেছেন, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৌলিক অধিকার নিশ্চিত করা হোক। চিকিৎসার প্রয়োজনে তিনি যখন যেখানে যেতে চান সেখানে যেতে পারেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিন বারের প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলীয় নেত্রী, দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব। অথচ আজ তাঁকে নিষেধাজ্ঞা দিয়ে চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হচ্ছে না। এই নিষেধাজ্ঞা অমানবিক ও অযৌক্তিক।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে উপজেলার রামধানায় নিজ বাসভবনে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলে বিশ্বনাথ উপজেলা থেকে দায়িত্বপ্রাপ্ত ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এসব বলেন।  

তিনি নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয়তাবাদী শক্তিকে আরও বেগবান করতে দলীয় নেতৃবৃন্দকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সকলের ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারসহ দেশবিরোধী অপতৎপরতা প্রতিহত করা সম্ভব।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম, তাজুল ইসলাম সাজু, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল মুকিত তুহিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জামিল আহমদ, আফজাল হোসেন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রিপন মিয়া তারেক, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক রুবেল মিয়া, সুজেল আহমদ, সহসাংগঠনিক সম্পাদক সাইব আহমদ, ফখরুল ইসলাম মুহিন, তথ্য ও গবেষণা সম্পাদক মাছরুর আহমদ, স্কুল বিষয়ক সম্পাদক ইমরান মাহমুদ, সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জহির মিয়া, সহবৃত্তি ও ছাত্র কল্যাণ সম্পাদক মো. আলী, সিনিয়র সদস্য বাদশা মিয়া, ফয়ছল আহমদ প্রমুখ।

বিএ-১৩