নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৫, ২০২১
০৩:০০ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২১
০৩:০০ পূর্বাহ্ন
সিলেটে ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সিএনজিচালিত অটোরিকশা চালক নোমান হাসনুর বুধবার (২৪ ফেব্রুয়ারি) আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক সাইফুর রহমানের আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন নোমান হাসনুর। এ সময় তার পক্ষের আইনজীবী আদালতের কাছে তার জামিনের জন্য আবেদন করেন। তবে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসময় পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে বুধবার আদালতে রিমান্ড আবেদনের শুনানি হয়নি।
আসামিপক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন বলেন, আসামি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আত্মসমর্পণ করেছেন। পরে আমরা আসামির জামিন আবেদন করেছিলাম। কিন্তু আদালতের বিচারক তা নামঞ্জুর করেছেন।
শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, তাকে ঢাকার কাছের একটা জায়গা থেকে তাকে আটক করে আনেন শ্রমিক নেতারা। পরে তারা তাকে আদালতে সোপর্দ করেছেন। সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, মুক্তিযোদ্ধা গলি শাখার সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী জানান, শ্রমিকদের মাধ্যমেই তাকে আমরা আত্মসমর্পণ করিয়েছি। তিনি বলেন, ‘শুনেছি ৫০০ টাকার নোটের ভাঙ্গতি নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখলে মূল ঘটনা বের হয়ে আসবে।’
এবিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ সিলেট মিররকে বলেন, ‘ব্যাংক কর্মকর্তা হত্যা মামলার এজহারনামীয় আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। এর আগে আমরা তাকে গ্রেপ্তার করতে একাধিক অভিযান চালিয়েছিলাম।’ তিনি আরও বলেন, ‘কিভাবে মওদুদকে হত্যা করা হলো, কেন হত্যা করা হলো, হত্যাকান্ডে কারা কারা ছিল এসব তথ্য জানতে হাসনুরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই আমরা বুধবার তার ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। তবে আদালতে রিমান্ড আবেদনের শুনানি হয়নি।’
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি রাতে নগরের কোর্ট পয়েন্ট এলাকায় ভাড়া নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদকে সিএনজিচালিত অটোরিকশাচালক ও শ্রমিকেরা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ ওঠে। তিনি অগ্রণী ব্যাংকের সিলেটের জৈন্তাপুরের হরিপুর গ্যাস ফিল্ড শাখায় মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পরদিন নিহতের ভাই বাদী হয়ে সিএনজিচালিত অটোরিকশাচালক নোমান হাসনুরের নাম উল্লেখ এবং অজ্ঞাতনাম আরও কয়েকজনকে আসামি করে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় আন্দোলনে ফুঁসে ওঠেন সিলেটের ব্যাংকার ও নাগরিক প্রতিনিধিরা। গত মঙ্গলবার সারা দিন সিলেটের বিভিন্ন জায়গায় ব্যাংক কর্মকর্তারা বিক্ষোভ করেন।
বিএ-১২